আশ্রয়
অজিত কুমার কর


সারারাত ধরে ঝরে শিশিরের কণা
ফুল-পাতা-ঘাস ধরে রাখে সেই জল
ফোঁটার আকারে ভুঁয়ে ঝরে টুপটাপ
অরুণকিরণে মাণিক্য ঝলমল।


কী রয়েছে বুকে শুধাই গোলাপে আমি
শুক আর শারি কোথায় হারিয়ে গেল?
লজ্জায় লাল, বলল মুখটি তুলে
প্রভাত হতেই দুজন এখানে এল।


আরো কত তারা ঘুমিয়ে পাতায় ঘাসে
ফের ফিরে যাবে সূর্য অস্ত গেলে
ঊর্ধ্ব আকাশে, বিশ্বকে আলো দিতে
নিজ গরিমায় অন্তরে দীপ জ্বেলে।


দিন ফুরোলেই আকাশটা ওঠে রেঙে
পল্লিবধূরা যখন ঘোমটা দিয়ে
দীপ-শাঁখ নিয়ে তুলসিতলায় যাবে
সাঁঝতারা উঁকি দেবে নীল নভে গিয়ে।


সারাদিন থাকে বধূদের আশ্রয়ে
চোখ মুখে তাই অপূর্ব এক দ্যুতি
গোধূলিলগ্নে তারার মুক্তি মেলে
শরীরেও মনে অনিন্দ্য অনুভূতি।
__________
© অজিত কুমার কর