আত্মবলিদান
অজিত কুমার কর


'খাবিদাবি পরে যাবি
কী জরুরি কাজ?'
কেন ভাবো এসে খাবো
যাই মা তবে আজ।


একলা ঘরে রান্না করে
শেষে চড়ায় ভাত,
কোথায় গেল খবর এল
তখন ন'টা রাত।


ফিরবে না সে লুটায় ঘাসে
'আন রে ঘরে আন,
কুহক আশা মাতৃভাষা
কাড়ল ছেলের প্রাণ!'


একুশ আসে ফাগুন মাসে
মায়ের চোখে জল,
যায়নি ভুলে আপন ফুলে
লুপ্ত মনের বল।


ছবির কাছে বসে আছে
পুড়েই যাচ্ছে ধূপ,
স্বর্গে পাড়ি শূন্য বাড়ি
মায়েরা সব চুপ।


© অজিত কুমার কর