কী লিখি ছাই, পড়ছে না কেউ, পাচ্ছি সংবর্ধনা
শংসাপত্র রাখি কোথায়, যায় না তারে গনা।
মেমেন্টোও সাথে আছে পদক কয়েক কুড়ি
রাখার জন্য অগত্যা তাই কিনতে হ’লো ঝুড়ি!


ফলাও করে ফেসবুকে দিই তৃপ্তি মেলে কতো
এদিক-ওদিক উড়ে বেড়াই ঝিঁঝিপোকার মতো!
সব পুরস্কার ঝুলির ভিতর, গুণীজনের নামে
নামমাহাত্ম্যে অপার শান্তি তাকাই ডাইনে বামে।


আমি এখন ভিভিআইপি বিদেশ বাংলা চষি
লেখার সময় হারিয়ে গেছে শুষ্ক কলম-মসি।
পোস্টমর্টেমে বুঝতে পারি, তাই নিজেরে দুষি
শুভ বুদ্ধি দাও মা তুমি, বাণীকে রোজ তুষি।


সার্বরাষ্ট্রিক সারা বাংলা গালভরা সব বাণী
ফোঁপরা ঢেঁকির শব্দ কেমন বিলক্ষণ তা জানি।
যাচ্ছে ভেসে ঢক্কানিনাদ সাক্ষী রঙিন ছবি
ঢোল বাজাচ্ছি আমরা কেমন সাহিত্যিক ও কবি।