আয় আয় কাছে আয়


ওরে ও' ফুল আয়-না কাছে
ফোট-না এসে আমার গাছে
আমের ভেঁপু চরকি দেবো
গান-গাওয়াও পুতুল আছে।


খেলার সাথি প্রজাপতি
তোর মতনই দুষ্টু অতি
আমিও রোজ সঙ্গ দেবো
রইবে পাশে জুঁই মালতী।


নিজের হাতে ফ্রক বানাবো
তোকে নিয়ে ঘুরতে যাবো
হলদে-সাদা-নীল-গোলাপি
নতুন নতুন রোজ পরাবো।


আসবি কখন বল আমারে
পৌঁছে যাব ওই দুয়ারে
মেঠোপথে ফিরব দুজন
শিশুরা বেশ হাঁটতে পারে।


সরষে খেতে ভ্রমর ওড়ে
নেংটি ইঁদুরে গর্ত খোঁড়ে
কষ্ট হলে বলবি আমায়
ঘুরবি আমার কাঁধে চড়ে।


গাছের তলায় বসব গিয়ে
আনবো দুজন আম কুড়িয়ে
খেতের পরেই আমের বাগান
দেখাব আজ ব্যাঙের বিয়ে!


ডোবায় চরে হাঁসের ছানা
গুগলি খেতে ডুববে টানা
কিনারাতে বকের সারি
জোটে যদি মাছ একখানা।


এখানে নেই হাতি-ঘোড়া
শালিখ আসে জোড়া-জোড়া
ঘুঘু পাখির তিনটে ছানা
দেখতে পাবি ওদের ওড়া।


  ##অজিত কুমার কর