.        ফিরে আয় শৈশব কৈশোর


    যা কিছু হারিয়ে গেছে যদি ফিরে পাই
           শৈশব কৈশোর পরপর চাই।
ফিরে পাব মা'র কোল ঝুরি ধরে দোল দোল
       এর চেয়ে সুখকর আর কিছু নাই
         শৈশব কৌশোর পরপর চাই।


    মা'র সাথে মামাবাড়ি দুটো মাঠ পর
    হাঁটা ছাড়া গতি নেই, মা'র অনুচর।
আঁকাবাঁকা আলপথ    গেলে পাব শরবত
     পেটপুরে দুধ-মুড়ি, মামীর আদর
   মা'র সাথে মামাবাড়ি দুটো মাঠ পর।


       দাদুর ন্যাওটা আমি নদী খুব কাছে
    সাঁতার শেখাবে দাদু আরো মজা আছে।
পাকা আম খাব পেড়ে নেবে না তা কেউ কেড়ে
    চোখের আড়ালে মা'র, উঠে পড়ি গাছে
    সাঁতার শেখাবে দাদু আরো মজা আছে।


    পাঠশালে যাব ফের অ-আ-ক-খ শেখা
    খাতা কোথা, সবকিছু সিলেটেই লেখা।
   কয়টা বর্ণ আর         ধারাপাত বারবার
   জোরে জোরে বলা চাই, প্রকৃতিকে দেখা
   পাঠশালে যাব ফের অ-আ-ক-খ শেখা।
----
#অজিত কুমার কর