অবজ্ঞা


তাকালে না একটিবারও বিহ্বল হল চিত্ত
হৃদয় আমার নদীর মতো আমি শূন্য-বিত্ত
                             ব্যথিত তাই চিত্ত।
        চক্ষু থেকেও এমন কানা
        হয়ে গেলাম আজ অজানা
        বদলে গেল কোমলমতি
        এতে তোমার হয়নি ক্ষতি
ক্ষতি শুধু আমার হলো কষ্ট অতিরিক্ত
                            ব্যথিত তাই চিত্ত।


হৃদয়ের টান ঠুনকো এত কাচের মত ভঙ্গুর
বীজ জানে না পরিণতি যখন বেরোয় অঙ্কুর
                             রাস্তা এত বন্ধুর!
        নিত্য চলত আনাগোনা
        হতো সরস আলোচনা
        কেন এমন বদলা নিল
        সুদেমূলে ফিরিয়ে দিল
কল্পনাও করা কঠিন কাঁপছে হৃদয়-সন্তুর
                               পাহাড়ি পথ বন্ধুর


যাত্রাপথে মরুভূমি নদীর গতি রুদ্ধ
পেরিয়ে এল পাহাড়ি-পথ কলিজা বিশুদ্ধ
                                নদীর গতি রুদ্ধ।
        মেনেই নিল ভবিতব্য
        ফুরোলো না তাঁর কর্তব্য
        সিক্ত করে মরুর বালি
        গুল্ম গজায় রং সোনালি
নদী সেথায় ধ্যানমগ্ন যেন সাধক বুদ্ধ
                                 নদীর গতি রুদ্ধ।


ধরণি সয় কত আঘাত তবুও নয় রুষ্ট
আপন কর্মে লিপ্ত থাকে সম্পদে সে পুষ্ট
                                  কখনো নয় রুষ্ট।
        বদলে গেল আমার জীবন
        কর্মযোগে শরীর পাতন
        এসো তুমি আবার ফিরে
        রাঙাবে মন লাল আবিরে
পরিতৃপ্তি নিজের কাছে কে করে সন্তুষ্ট
                               হইনি আমি রুষ্ট।