অব্যক্ত বেদনা
অজিত কুমার কর


ফুল ফুটেছে শাখে শাখে
তবুও কেন আসে না!
তাহলে কী ওকে ভ্রমর
মোটেও ভালোবাসে না।


কী খোঁজে ও, গন্ধ না রূপ
আমি তো নয় রূপসি
ওর জন্য আসবে নেমে
স্বর্গ থেকে উর্বশী।


তাও ফুটেছি পথের পাশে
আগাছাতেই পথ ভরা
দুদিন পরে যাব ঝরে
তাইতো এমন মনমরা।


রোদ-বায়ু-জল বল আমায়
করলে কেন জীবন দান
ভাবোনি কি একটিবারও
আসবে ধেয়ে প্রশ্নবাণ।


ঝোপেঝাড়ে জন্ম আমার
অন্তরালে হয় মরণ
বুঝল না কেউ আমার ব্যথা
ক্ষণেক পরেই বিস্মরণ।


© অজিত কুমার কর