***          
কাকের বাসা       নয়কো খাসা
        সেথায় পাড়ে ডিম্ব
কোন সে পাখি      হিঙুল আঁখি
         কালোর প্রতিবিম্ব?


কোকিল ডাকে      তরুর শাখে
        বাংলা সনের অন্তে
শীতের কী ফুল      বর্ণে অতুল
          হাসে না বসন্তে?


হৃদয় ভরে         আকুল করে
        ডালিয়া মল্লিকা
ফুলের বনে         আপন মনে
       বাজায় কে বল্লিকা?


মধুপ আসে       ফুলের পাশে
       খুশি তার অনন্ত
কী কথা কয়      ভাব বিনিময়
         বাঁধনটা দুরন্ত?।
**