অদৃশ্য হাত
অজিত কুমার কর


কত কী যে শেখাস আমায়
ওরে ভোরের পাখি,
শিস দিলে তুই উঠবো আমি
তাইতো শুয়ে থাকি।


পাঁচটাতে রোজ ডাকিস এসে
ঘুম জড়িয়ে থাকে,
দেখিস তখন ঘাড় বাঁকিয়ে
দুটো রডের ফাঁকে।


এসব তোকে কে শেখাল
হয় না আদৌ দেরি,
জিশুকে তো শিখিয়েছে
আস্তাবলে মেরি।


মা ঠেলা দেয় তুইও ডাকিস
না উঠে কী পারি,
অত ভোরে প্রথম প্রথম
কষ্ট হতো ভারী।


নিয়ম নীতি চলছি মেনে
শিখছি রোজই কত,
দেখেন তিনি স্বর্গ থেকে
চক্ষু শত শত।


© অজিত কুমার কর