অদৃশ্য বন্ধন
অজিত কুমার কর


মায়াডোর চিরস্থায়ী অদৃশ্য বন্ধন
ছিঁড়ে না এ যোগসুত্র শক্ত সর্বাধিক
অমলিন আজীবন সম্পর্ক এমন।


সারাক্ষণ চিন্তামগ্ন আছে ও কি ঠিক?
বহুদূরে থাকে একা আসে না খবর
প্রত্যহ বেড়ায় ঘুরে ও যে দিগ্বিদিক।


কেবল জননী নয় করে সমাদর
পরম আত্মীয় তাঁরা ঠাম্মা-দিদা-দাদু
আঁচড় লাগে না গায়ে সুতীক্ষ্ণ নজর।


ওদের সহাস্য চুমু অত্যন্ত সুস্বাদু
বিষণ্ণতা কেড়ে নেয় হাসি ফোটে মুখে
আধো আধো উচ্চারণ, বর্ণে বর্ণে জাদু।


ওদের স্নেহের স্পর্শ অসুখ-বিসুখে
মুহূর্তে কমায় ব্যথা, সুধা সঞ্জীবনী
বাঁচার সদিচ্ছা জাগে জরাজীর্ণ বুকে।


পরম সৌভাগ্য এ যে ওই ধনে ধনী
আনন্দে সময় কাটে যতক্ষণ সাথে
ওরাই যে আমাদের দুচোখের মণি।


স্বপনে ওদের দেখি প্রতিদিন রাতে
যতদিন শ্বাস আছে ভাসে আঁখিপাতে।


© অজিত কুমার কর