অঘ্রান পৌষ দেদার খোশ
অজিত কুমার কর


খেতে ও খামারে কত কাজ জানো তা কি?
কিষানের ঘুম তাই ভাঙে ভোর ভোর
ওঠে কিষানিও সাফ করে ঘরদোর
'ওঠো, কাজে লাগো', পাখিদের ডাকাডাকি।


দুজনেই ওরা একসাথে যায় মাঠে
খেত দূরে হলে নিয়ে যায় মুড়ি জল
সোনালি ধানের ভেসে আসে পরিমল
দুপুরের আগে কিষানি ফিরবে বাটে।


চোখে মুখে লাগে কুয়াশার জলছাপ
সূর্য উঠেছে তবুও যায় না দেখা
আড়াল করেছে কুয়াশাই ওকে একা
শিশিরের ফোঁটা ঝরে পড়ে টুপটাপ।


রাস্তার পাশে অনেক খেজুর গাছ
লিয়াকত আলি রসের কলশি নিয়ে
হাঁক দিয়ে যায় মাঠের রাস্তা দিয়ে
শিষের ওপর শালিকেরা করে নাচ।


হিম হিম ভাব পড়েনি তেমন শীত
অঘ্রান পৌষ সুখ এনে দেয় মনে
গুন গুন গুন গুঞ্জন মউবনে
নবান্ন এলে সমবেত সংগীত।


© অজিত কুমার কর