*                 অহৈতুকী প্রেম
                 অজিত কুমার কর


      কুকুর বড়ই প্রভুভক্ত সেটা সবার জানা
মাছ কি এমন হতে পারে, হয় তো  বাঁদর ছানা।
               এমনই এক বিরল দৃশ্য
               পড়ল চোখে তখন গ্রীষ্ম
বারে বারে আসছে কাছে যায় না কানে মানা
   ভালোবাসা শেখার জন্য আছে ইচ্ছেডানা।


   আহেলি প্রেম অহৈতুকী বেদনা দেয় কতো
বিয়োগব্যথায় ব্যাকুল চিত্ত অন্য প্রাণীর মতো।
               এমন স্মৃতি ভেসে আসে
                স্মৃতিচারণ কবর পাশে
    ছবির দিকে অপলকে তাকাই আমি যতো
    বাঁধনবিহীন অশ্রুধারা পড়ছে ঝরে ততো।