অহরহ সম্ভ্রম লুট
অজিত কুমার কর


মা'র সম্ভ্রম লুটায় ভুঁয়ে অহরহ এই দেশে
কল্পনাও যায় না করা মা-কে দেখব ওই বেশে!
লজ্জা ঢাকবে কী দিয়ে?
কলপাতাও দিল না কেউ, রইল ঘরেই না গিয়ে।


পুরুষতান্ত্রিক এই সমাজে নারী-পীড়ন ঘটছে রোজ
ঠান্ডাঘরেই বাকবিতন্ডা রাখে না কেউ ওদের খোঁজ।
গণতন্ত্র এই জিনিস!
লঙ্ঘিত হয় সারাদেশেই ব্যাপকভাবে অহর্নিশ।


দিল্লি-হাতরাস-মালদা-উন্নাও মণিপুর বা কামদুনি
মর্মস্পর্শী ঘটনা সব কোথায় গেল সব খুনি?
সাঁইবাড়ি-বানতলাতে
কী ঘটেছে সবাই জানে রক্ত লেগে কার হাতে?


শাসনযন্ত্র সব তো বিকল কীসের জন্য হয় এমন
দেশের টাকার শ্রাদ্ধ করে, নিরীহ প্রাণ বিসর্জন।
ওরা ফালতু নাগরিক
গদির তলায় নেই তো আগুন, এটা সত্য বাস্তবিক।


প্রশাসনের সক্রিয়তা যায় না দেখা তৎক্ষণাৎ
মৌনতাকেই শ্রেয় ভাবে কুমিরের ন্যায় অশ্রুপাত।
চলছে নিত্য বলাৎকার
শপথবাক্যের ভিতর ছিল মিথ্যা বলার অঙ্গীকার।


© অজিত কুমার কর