*             জায়া-পতি
           অজিত কুমার কর


কায়া যদি নাই থাকে কোথা পাবে ছায়া
  আলোর অভাব হলে অসহায় কায়া।
         আলো চাই কায়া চাই
         তা না হলে ছায়া নাই
আলোর পরশে ওরা যেন পতি-জায়া।


  যেদিন আকাশে আর রহিবে না রবি
             উপগ্রহ  গ্রহ যত
           ঘোরে যারা অবিরত
  সকলই বিলুপ্ত হবে আঁকিবে কে ছবি
  কবিতা হবে না লেখা না রহিলে কবি।