*                  ইঁদুরে অরুচি
                  অজিত কুমার কর


    যখন আমি বাসন মাঝি ঝিমোয় তখন পুষি
   দুপুরে ও' মাছ পেয়েছে তাইতো বেজায় খুশি।
                ইঁদুর খেতে ওর অনীহা
               বাড়ল নাকি পুষির প্লীহা
কী খাওয়াবো জানতে চাইছো, খাওয়াবো নিমকুশি।


   পুষি বোধ হয় শুনতে পেল তাকাল হাই ভেঙে
                বিরক্তি ওর চোখে মুখে
                 ঘুমোচ্ছিল পরম সুখে
   ঘুমের ব্যাঘাত ঘটার জন্য চোখ উঠেছে রেঙে
   বোঝা উচিত ছিল আমার পুষি যে তিনঠেঙে।