*                
             ধ্বংস নয় আগলে রাখুন
                  অজিত কুমার কর


যে ট্রেন চড়ে সকলে যায় সেটাই হলো ভস্মীভূত
এবার তবে যাবে কীসে, গরহাজিরায় কর্মচ্যুত!
             বাড়িয়ে দিলে সবার বিপদ
             সম্পদে নেই মোটেও দরদ
আপন পায়ে কুড়ুল মারা, কী করে হয় মনঃপুত!


বিবেকবুদ্ধি জাগবে কবে কী লাভ হলো ধ্বংস করে
                 প্রতিবাদে গর্জে উঠুন
               কারও যেন না ঝরে খুন
দমন করুন জাগ্রত ক্রোধ, লক্ষ্য রাখুন ধৈর্য ধরে
দেশের ক্ষতি, সবার ক্ষতি আগলে রাখুন সমাদরে।