*
                অজানা নয় ওরা কেমন
                    অজিত কুমার কর


      ওরা সবাই কোটিপতি বাড়ি গাড়ি দশখানা
    কেমন ক'রে হচ্ছে অত জনগণ কি খুব কানা!
                সুযোগ পেলে আর ধরে কে
                 গুছিয়ে নিয়ে রাখছে ঢেকে
ভোগবিলাসে কাটিয়ে দেবে চোদ্দোপুরুষ একটানা
এ' সত্য আর অজানা নয় আমজনতার সব জানা।


নির্বাচনের সময় এলেই তৎপরতায় তাক লাগে
যেমন দেখি সাতসকালে ঝগড়া করে দশ কাকে।
                এদের কেবল স্বজনপোষণ
                কৃষককুলের হোক না মরণ
ললিপপটা দেখিয়ে বলে, চুষবি পরে, কাজ আগে
তোরাই দেশের রক্ষাকবচ তাই অনটন দূর ভাগে।


নদী পেরোস গামছা পরে দাবি তোদের,'চাই সাঁকো'
বানিয়ে দেবো বড় দেউল আরাধ্যাকে রোজ ডাকো।
                     গগনচুম্বী স্ট্যাচু হবে
                     ধন্য ধন্য করবে সবে
  এমন দৃশ্য দেখতে পাবে পাঁচটা বছর চুপ থাকো
উন্নয়নের বইবে জোয়ার করছি কিনা চোখ রাখো।


   শুনে শুনে বধির হলাম কাটল না আর দীন দশা
  দেখছি শুধু কথার চমক হানছ কষে রোজ কশা।
                   সব চালাকি বুঝে গেছি
                   কষ্ট পেতে তো জন্মেছি
জোরে জোরে চাপড় মেরে মারছ রোজই  ব্যাং মশা
তোমরা কত ক্ষমতাবান ছড়াও মারণ রোগ ধ্বসা।