একাকীত্ব
অজিত কুমার কর


কেমন যেন, লাগে একরকম
দমবন্ধ হবার উপক্রম।
আগে ছিল কোলাহল-মুখর
একেবারে শূন্য এখন ঘর।

একে একে বিদায় নিল সব
শুধু শুনি পাখির কলরব।
শেষ বয়সে সাথির প্রয়োজন
কোথায় পাবো বিষণ্ণ তাই মন।


স্মৃতি বড়ই বেদনাবিধুর
রিনিঝিনি তাঁর পা'র নূপুর।
অযাচিতভাবেই আসে যায়
নিষ্প্রভ এই গোধূলিবেলায়।


ধু-ধু বালি, কোথায় মরুদ্দ্যান
মরীচিকার কুহেলি আহ্বান।
তৃষ্ণার্ত, কোথায় পাবে জল
শুধুই ধোঁয়া সম্মুখে টলটল।


কে বাড়াবে এখন এসে হাত
আসবে কি কেউ এ'ঘরে হঠাৎ ।
ভেবেভেবেই ঝাপসা দুটি চোখ
দুঃখকে জয় এখন বীতশোক।


© অজিত কুমার কর