অকর্মণ্য
অজিত কুমার কর


পুলিশের কাজ পুলিশ করে না তাই এত অনাচার
যথোপযুক্ত নজরদারিতে হ্রাস পেত ব্যাভিচার।
কে পেত সাহস কুকাজ করার লুকোতে খুঁজত বন
যাতায়াত হত খুব নিরাপদ খুশি হত জনগণ।


উৎকোচ নেয় দিবসে ও রাতে যেন ওটা অধিকার
দলদাসগিরি করতে মগ্ন, গদিতে যে দাদা তাঁর।
যদি অভিযোগ দায়ের করতে মানুষ থানাতে যায়
শাসকদলের নেতা না থাকলে ফিরে আসে হতাশায়।


ভিড়ে যায় ওরা তাদের দলেই যে যখন গদীয়ান
কেন ভয় পায় কারণ অজানা আকুপাকু করে প্রাণ।
যত দুর্ভোগ পোহায় জনতা আয়ু তাঁর যতদিন
জমে থাকা ক্ষোভ প্রস্তর হয় সুরাহার আশা ক্ষীণ।


সকলে কি ওরা শিরদাঁড়াহীন, নয় নয় নিশ্চয়
বাধ্য হয়েই মেনে নেয় সব বদলিকে বড় ভয়।
জনতার চোখে ওরা বজ্জাত, অকর্মণ্য জীব
চাকুরিজীবন হরষে কাটাতে হয়ে যায় জড় ক্লীব।


চোর-জোচ্চোর লম্পটদের সাথে যত যোগাযোগ
রক্তধারায় বিষাক্ত কীট সারবে না এই রোগ।
ওদের ওপর তাইতো করে না জনগণ নির্ভর
আপন বিদ্যাবুদ্ধি দিয়েই সামলায় নিজ ঘর।


© অজিত কুমার কর