অক্ষত রুটি


রুটির শরীরে লেগে ভালোবাসা কত
গোটা কাটাছেঁড়া নয় চন্দ্রিমার মতো
যতজন বসে ছিলে গেলে অস্তাচলে
সঠিক সংখ্যাটা ছাই চিতার অনলে।
যে ভূষণে বিভূষিত পাখি পরিযায়ী
মেরুঅঞ্চল নিবাস বন্দোবস্ত স্থায়ী
ওখানে যখন শীত এখানে বসন্ত
হাজার মাইল পথ দম অফুরন্ত।


অভিহিত হলে আজি নব বিশেষণে
রাজ্যটা পৃথক, নয় বিদেশে বিজনে।
মরে গেলে স্তোকবাক্য শোনো হে শ্রমিক
একটু দুঃখপ্রকাশ প্রাপ্তি অত্যধিক।
জীবন চাকাতে পিষ্ট রেলে বা সড়কে
এটাই সৌভাগ্য জেনো মরনি মড়কে।


##অজিত কুমার কর