অলৌকিক
অজিত কুমার কর


যেখানেই যাও আছি সাথে
সূক্ষ্ম দেহে আঁখিপাতে
সাত জন্মের বাঁধন এ যে এমনই গাঁটছড়া
তাইতো বিপদ কাছ ঘেঁষে না বলছি না মনগড়া।


আমার ছবি মানসপটে
লক্ষ্য রাখে যা সব ঘটে
হোকনা যতই দুরূহ কাজ বিঘ্ন সরে দূরে
সাফল্য পাও খুব সহজে তাই আছ ফুরফুরে।


ও মঞ্জিলে আর কেহ নাই
এ শর্মা তাই পেয়েছে ঠাঁই
হৃদয়জুড়ে কেবল তুমি আলোয় আলো ঘর
একটিমাত্র আসন পাতা স্বল্প পরিসর।


না চাইলেও সঙ্গে আছি
খেলতে থাকি কানামাছি
চোখ খুললেই অদৃশ্য হই শূন্য চতুর্দিক
কোনো চিহ্ন যাই না রেখে ভাব অলৌকিক।


© অজিত কুমার কর