একটু আশ্রয় শরনার্থী চায়
ধনী দেশের প্রেসিডেন্টও দেখে চোখ রাঙায়।


বিপন্ন আজ মনুষ্যজীবন
জন্মভূমির শাসককুলের হিংস্র আক্রমণ।


লাতিন আমেরিকার হুন্ডুরাস,
এল সালভাদর, গুয়াতেমালায় পড়ছে রোজই লাশ।


প্রাণ বাঁচাতে ছাড়ছে নিজ দেশ
মার্কিনিদের নজরদারি, নিষিদ্ধ প্রবেশ।


রোহিঙ্গারা বেঁচেবর্তে আজ
দরিদ্র দেশ সোনার বাংলা ক’রল মহান কাজ।


মহান নেতা, ধিক সহস্র ধিক
জীবদ্দশায় তোমরা কবে হবে মানবিক?


দাদাগিরি চালাতে ওস্তাদ
‘ওরা তো সব আবর্জনা, ওই তো কাছে খাদ।’


হৃদয়জুড়ে দম্ভ-ঘৃণা-রোষ
শোনো সুকি, দাম্ভিক ট্রাম্প– ঢাকবে কীসে দোষ?