*                                  
               বৈশাখের বিষণ্ণ দুপুর
             খাঁখাঁ চোখ যায় যতদূর।
স্তব্ধ তার কণ্ঠস্বর            অমর্ত্যলোকে অমর
           শোনাবে কে তবে পল্লিসুর।
  নিয়তি নিষ্ঠুর বড় তুলে নিল আপনার কোলে
শিল্পীরা অমর ভবে বঙ্গবাসী কখনো না ভোলে।


              মধুমাখা প্রভাতী কীর্তন
               শুনে আনমনা হয় মন।
এখনো সে সুর বাজে       ঋতুভেদে নব সাজে
              লোকগান অমূল্য রতন।
       নগণ্য যন্ত্রানুষঙ্গ তবুও অপূর্ব অনুপম!
আবেগ মেশানো থাকে তাই লাগে এত মনোরম।


© অজিত কুমার কর