অমলিন স্মৃতিপট
অজিত কুমার কর

যখন নির্জনে একা, একে একে ভেসে
ওঠে চাকচিক্যহীন যৌবনের ছবি
তবু শিহরিত তনু, ও দাঁড়ায় এসে
গোচরে আসে না কিছু মেঘাচ্ছন্ন সবই।

ও তখন গেয়ে ওঠে রবীন্দ্রসংগীত
নয় তো অপরিচিতা ভেসে ওঠে মুখ
মননের ক্যানভাসে সুদূর অতীত
মুদিত নয়নে পাই ওর স্পর্শসুখ।

শোনালাম স্বরচিত ছন্দিত কবিতা
প্রেমের পরাগ মাখা সমস্ত চরণ
কপালে উজ্জ্বল টিপ নব পরিণীতা
বাকরুদ্ধ কেন তুমি হঠাৎ এমন!

চিত্ত ভারাক্রান্ত তাই এমন বিরাগ
কেন তবে দেখা দিলে শ্রাবণ-সন্ধ্যায়
এখনো অটুট ভালে রক্তবর্ণ ফাগ
নূপুরের রিনিঝিনি রক্তিম দু'পায়।

সহসা সম্বিত ফেরে বিহগের ডাকে
আশ্রয় পেয়েছে কত বটবৃক্ষ 'পরে
বাতিহীন চরাচর তমিস্রায় ঢাকে
জোনাকি দেখায় পথ আমাকে সাদরে।
------
© অজিত কুমার কর