কীসের সাগর বিদ্যাসাগর, কে দিল এই নাম?
কলেজ দিল এই উপাধি, অনন্য সম্মান।
সফলতার স্বীকৃতিতে সম্মাননা লাভ
সরস্বতীর কৃপাধন্য অন্তরে সদ্ভাব।


তারই লেখা শিশুপাঠ্য 'বর্ণপরিচয়'
অতি সহজ 'কথামালা' শিশুরা নির্ভয়।
'বোধোদয়' এর গল্পগুলো অতীব সুন্দর
জ্ঞানের বিকাশ ওতেই হবে, হবে স্বনির্ভর।


গরীব দুঃখী সবার জন্য দরাজ হস্ত তার
ভ্রান্ত নীতি বদলাতে চাই জরুরি সংস্কার।
শাস্ত্রবিধি মান্য করে করতে হবে সব
তা না হলে মানবে কেন তুলবে কলরব।


বাঙালিদের ছেলেমেয়ে পড়ে না তার বই
ব্যাগের ভারে হচ্ছে কুঁজো, মৌন হয়ে রই।
ব্রাত্য এখন বিদ্যাসাগর অত্যন্ত প্রাচীন
ইংরেজি বই পড়ে এখন খুশি অন্তহীন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরেরই দান
নিজ গুণে বিশ্বমাঝে পেয়েছেন সম্মান।