অন্তিম বাণী


পক্ষাঘাতে শয্যাশায়ী মৃত্যু পথযাত্রী
ডাক শুনেও দাওনি সাড়া তখন গভীর রাত্রি
                   আমি         মৃত্যু পথযাত্রী।
          নিভু নিভু চোখের আলো
          মধুর বাঁশি কে শোনালো
          মরলে আপদ যাবে ঘুচে
          সকল চিহ্ন যাবে মুছে
                   আমি         মৃত্যু পথযাত্রী
                                  আমি জন্মদাত্রী।


কত কীর্তি গেলাম দেখে স্মৃতির পাতায় থাকবে
চলে যাবার পরে জানি কেউ না মনে রাখবে
                  তবু        স্মৃতির পাতায় থাকবে।
          আমার প্রতি এই ব্যবহার
          ফেরত পাবে তোমরা আবার
          শুধু কয়েকবছর দেরি
          সমস্ত ভুল তোমাদেরই
                 তখন        অশ্রুজলে ভাসবে
                               আঘাত ফিরে আসবে।


##অজিত কুমার কর