আকাশের রং পড়ল এসে জলে-স্থলে গাছের পাতায়
জল থেকে রং ঝলমলিয়ে স্পর্শ দিয়ে আমায় মাতায়।
মেঘও ছিল আকাশ জুড়ে হঠাৎ কোথায় গেল সরে
অমনি তখন হুড়মুড়িয়ে সোহাগ পেল ওর অধরে।


অঞ্জনা আর আমি ছিলাম পাশাপাশি পুকুর ঘাটে
গল্প ক'রে রোজ বিকেলে দুজনারই সময় কাটে।
সচরাচর এমন দৃশ্য কেউ দেখিনি আমরা আগে
ভুল ভেবেছি দিনের রবি গেছে বুঝি অস্তরাগে।


মেঘের জন্য এ বর্ণালী মোহিত হলাম দৃশ্য দেখে
রেখে দিলাম মানসপটে নিপুণভাবে চিত্র এঁকে।
সামনে ছিল তালের সারি ওদের ছায়া দিঘির জলে
ঢেউয়ের সাথে করছে খেলা চুপিচুপি কী যায় বলে!


কয়েকটা বক ঠিক তখনি বসলো এসে পুকুর ধারে
ওরাও দেখে আপন ছায়া ওদের মতো এক্কেবারে।
মাছের কথা ভুলে গিয়ে জলের দিকে তাকিয়ে থাকে
ঠোকর মেরে কী যেন খায় একটু দূরে একটা কাকে।