অপার প্রাপ্তি
অজিত কুমার কর


কী সৌভাগ্য! পেয়ে গেল
যমজ দুটি মেয়ে
মা হবার এই আনন্দ, সুখ
শোনাচ্ছে গান গেয়ে।


বুঝতে না পারলেও ওরা
শুনছে তা কান পেতে
মিটির-মিটির দেখে মা কে
স্তন্য খেতে খেতে।


ঘুমিয়ে গেলেও হাসে ওরা
কে বোঝে তার মানে
আনন্দে মা হাসতে থাকে
তাকিয়ে ওদের পানে।


মরুতে জল পেলে যেমন
তৃপ্তি প্রাণে মনে
মায়ের খুশি তারচে' বেশি
প্রকাশ ক্ষণে ক্ষণে।


অন্তরে আর শূন্যতা নেই
পরিপূর্ণ আশা
বর্ণমালা দেয়নি আমায়
প্রকাশ করার ভাষা।


© অজিত কুমার কর