আকাশে কাজল মেঘ ভূতলে সোনালি রোদ
পিছনে রয়েছে জানি, প্রকৃতি-জননী খোদ।
না হলে কে আঁকে ছবি এমন তুলির টান!
নেই যে আমার কিছু দেবো কীসে প্রতিদান।


অরুণের আলো মেখে মেঘমালা অপরূপ
অপলকে চেয়ে দেখি মাঠে আমি একা চুপ।
আপন ফসল-ভারে নুয়ে পড়ে ধানশিষ
কলতান ভেসে আসে পাখিদের মজলিস।


ওদিকে তালের সারি ধুপ করে পড়ে তাল
স্মৃতিতে চাগিয়ে ওঠে ফেলে আসা শিশুকাল।
বয়স যদিও বাড়ে কাঁচা রয়ে যায় মন
এগোই তালের খোঁজে রোমকূপে শিহরন।


তরাসে পালালো ছুটে একটা খেঁকশিয়াল
তালের কেমন স্বাদ- হয়ে গেল গোলমাল!
আহারে ব্যাঘাত ঘটে মনে জমে পরিতাপ
ও' ঠিক আসবে পরে, মন থেকে ঝরে চাপ।