আশা নয় কুহকিনী
অজিত কুমার কর


বদলে যাইনি আমি রয়েছি তেমন
ফাল্গুন এলে রাঙে পলাশের বন
পায় ওরা প্রত্যহ কোকিলের চুম
করে যাই পায়চারি রাত্রি নিঝুম।


আয়নার কাঠামোতে লাল টিপ কত
ওখানেই দেখা পাই রোজ অন্তত
ঝকঝকে উজ্জ্বল যেন তা নতুন
কে যেন আড়ালে করে গান গুনগুন।


দিবসে রয় না নীড়ে দূরে সকলেই
কুলাতেই আসে ফিরে সন্ধে হলেই।
নিয়ম মেনেই চলা নিয়ম ওদের
শুধু ফাঁকা পড়ে রয় ঘর আমাদের।


আম্রপালিতে এবার ধরেছে মুকুল
সজনের ডালে ডালে থোকা থোকা ফুল
গুনগুন গুঞ্জন কতনা মধুপ
বাতাস হলেই ওরা ঝরে টুপটুপ।


ভাবিনি হবে না দেখা আর কোনদিন
আমি খুব আশাবাদী আসবে সুদিন
হাত ধরে পাশাপাশি হাঁটব আবার
সৌরভ মেখে নেব বসন্তিকার।


সদর দরজা রাতে খোলা পড়ে ছিল
ঘুমঘোরে, পাখি এক সন্দেশ দিল
অবাক হইনি আমি বলি স্বাগতম
অরুণকিরণ আজ বড় মনোরম।


© অজিত কুমার কর