অসীম কৃপা
অজিত কুমার কর


তোমার অসীম কৃপা আমি চক্ষুষ্মান
করে যাব আজীবন জীবের কল্যাণ।
আমাদের পৃথিবীর সৌন্দর্য অপার
দিঘিতে কমল ফোটে দেখি রূপ তার।


যখন প্রভাতরবি মেলে তার আঁখি
কুলায় থাকে না আর উড়ে যায় পাখি।
সারাদিন ধরে চলে খাদ্যের সন্ধান
সাঁঝতারা যেই ওঠে শুনি কলগান।


উত্তর গোলার্ধে শীত আসে পরিযায়ী
নভেম্বর ডিসেম্বর বঙ্গদেশে স্থায়ী।
ভেসে থাকে বড় ঝিলে দুর্লভ দর্শন
দূরবীন দিয়ে দেখি ভরে প্রাণ মন।


জীবন বৈচিত্র্যময় সকল প্রাণীর
গভীর সমুদ্রে বাস হাঙর তিমির।
দক্ষিণ মেরুতে দেখি কত পেঙ্গুইন
সহজে জমায় পাড়ি মন বেদুইন।


সাগর পাহাড় নদী ডাকে ইশারায়
এভারেস্ট গিরিশৃঙ্গ ওই দেখা যায়।
পিঠে অক্সিজেন গ্যাস সব আরোহীর
বিজয়ী হয়েছে যারা সাহসী ও বীর।


© অজিত কুমার কর