.          অস্ত-উদয়
       অজিত কুমার কর


   ধরায় এলে যেতেই হবে
  অনন্তকাল কেউ না রবে
        স্মৃতিচিহ্ন থাকে,
  প্রত্যাশা যা হয় না পূরণ
    দুঃখ ব্যথার অনুরণন
      নবীনাকেই ডাকে।


     বৃদ্ধাবাসে মাতাপিতা
    কত কষ্ট জানি কী তা?
       জলাঞ্জলি আশা,
  কী পেয়েছি হিসাব করি
  কী দিয়েছি, লাজে মরি!
      যাপন চলে খাসা।


সাল দেবে না আমরা দেবো
স্বার্থপরের মতোই নেবো?
       শপথ নিতে হবে,
বাড়তি যা তা বিলিয়ে দিয়ে
   এগিয়ে যাব সঙ্গে নিয়ে
       সুখেই র'ব তবে।


চলছে চলবে আসা যাওয়া
তা নয় শুধু চাওয়া পাওয়া
     শোনো বন্ধু শোনো,
সবাই থাকুক শান্তি সুখে
  হাসি ফুটুক সবার মুখে
    নীচতা নয় কোনো।


© অজিত কুমার কর