অতীব লাজুক লতা পথপাশে বাস
মিলেমিশে আছে বেশ চার দিকে ঘাস।
অশ্বত্থ পাকুড় বট আকাশের তারা
বিশালের মাঝেও সে হয়েছে কী হারা?
ঝিঁঝিপোকা জোনাকিরা চিরসাথি তার
আঁধারেও পাশে রয় স্বাধীন যে যার।
কতনা মাণিক্য জ্বলে অরুণ কিরণে
শিশিরের কণা পেয়ে হাসি ক্ষণে ক্ষণে।


বিপুলা এ ধরণিতে দেখি কত রূপ
সুবাস ছড়িয়ে দিয়ে লীন হয় ধূপ।
আঁখি মেলে প্রাতঃকালে শাখে শাখে ফুল
বিলায় রূপের ডালি কদমের তুল।
হাতের পরশ পেলে লাজে ওযে রাঙে
প্রকৃতি মায়ের ডাকে ঘুম তার ভাঙে।