অতুলনীয়
অজিত কুমার কর


ইচ্ছে করে অনেক কিছু
কিন্ত বলতে পারি না যে
মনের কথা মনেই থাকে
বল তো কী তা আন্দাজ?


নদীর বুকে ভ্রমণে সুখ
রইলে তুমি আমার পাশে
ছোটো নৌকা বাইতে পারি
ঢেউ সামলাই অনায়াসে।


পাহাড়ে তো যাওনি তুমি
চলনা যাই অযোধ্যাতে
তেমন ঠান্ডা পড়েনি তো
এড়াবে কোন অজুহাতে?


পাখির মতো ডানা পেলে
হারিয়ে যেতাম নীলকাশে
না না না একেলা নয়
কেবল তুমিই রইলে পাশে।


এসব চিন্তা আমার মাথায়
ঘুরপাক খায় প্রায় প্রতিদিন
আজকে যেতে রাজি হলে
সত্যি তুমি তুলনাহীন।