বছরের প্রথম চিঠি
অজিত কুমার কর


দিঘির বুকে দেখে এলাম লাল শালুকের হাসি
পাপড়িতে ওর বসে ছিল একটি প্রজাপতি
আমার হৃদয় ভরিয়ে দিল, সুন্দরী সে অতি
চিঠিতে সব লিখব বলে জলদি ফিরে আসি।


নতুন বছর আজকে শুরু উঠেছি কাকভোরে
ঘুম ভাঙালো দোয়েল পাখি ওর সুরেলা শিসে
তাকিয়ে দেখি কোথায় দোয়েল গেল কোন মজলিসে
টুপ করে এক স্বর্ণচাঁপা পড়লো তখন ঝরে।


চাঁপাই ছিলো ভ্রমণসাথি হাতের মুঠোয় রাখি
তুমি যদি রইতে পাশে দারুন মজার হতো
আসার কথা বললে দেখি কাজ পড়ে যায় যতো
নববর্ষে আসবে তুমি সেই আশাতেই থাকি।


লাগিয়েছিলে  চাঁপার চারা বছর পাঁচেক আগে
এবার প্রথম ফুল ফুটেছে জানাচ্ছি তাই লিখে
কাজ ফেলে রোজ চাঁপার দিকে তাকাই অনিমিখে
একা একা দেখতে এ রূপ কারুর কী ভাল্লাগে?


চিঠির সাথে পাঠাচ্ছি তাই ফুলের একটা ছবি
কতদিন পর রাত্রিতে কাল ধরেছি রং তুলি
তোমার জন্য পরান আমার আকুলিব্যাকুলি
সুন্দর হোক নতুন বছর, প্রদীপ্ত বেশ রবি।


© অজিত কুমার কর