বাদলদিনে তোমায় স্মরণ
অজিত কুমার কর


ঘরের ভিতর করছি স্মরণ আজকে তোমায় কবি
সামনে রাখা কাঠের ফ্রেমে তোমার একটি ছবি।
বন্ধুরা আজ কেউ পাশে নেই বৃষ্টি থামেনি যে
ফুল ছাড়া প্রণতি জানাই, গেলেই যেতাম ভিজে।


মেঘের কোলে রোদ হাসেনি যায়নি বাদল টুটে
মেঘপরিদের ভিজা বসন রং-টাও বিদঘুটে।
একটিবারও দেয় না উঁকি আঁচলে মুখ ঢাকা
চাইছি আমি সূর্য উঠুক, শুনেই বদন বাঁকা।


ইচ্ছা করলে আমিও এখন দিতেই পারি আড়ি
আবার পরক্ষণেই ভাবি এটাও বাড়াবাড়ি।
আমার লেখা একটা ছড়া আগে শোনাই শোনো
ছড়া লেখায় আমার কিন্ত আলস্য নেই কোনও।


এবার তোমার ছড়াগুলোই শোনাচ্ছি তোমাকে
বই খুলিনি মোটেও আমি মনেই গাঁথা থাকে।
সমাপ্তি ঘোষণার আগে গাইছি তোমার গীতি
সূর্যসোনা বলল হেসে হারায়নি সম্প্রীতি।


© অজিত কুমার কর