বড্ড দেরি  
অজিত কুমার কর


স্বীকারোক্তি দিচ্ছ এখন হয়েছিলে লাঞ্ছিত
পড়লে কাঁটা দিচ্ছে গায়ে, ভারাক্রান্ত, শঙ্কিত।
বড্ড দেরি, বড্ড দেরি পাশের পরেও সঙ্গী ভয়!
তখন যদি সরব হতে ঘটত না এই বিপর্যয়।


সুদীর্ঘ এই নীরবতা এর পিছনে কারণ কী
দোষীর খাতায় নাম লেখালে করেছে কেউ বারণ কি?
বিষবৃক্ষ মহীরুহ তোমাদেরই প্রশ্রয়ে
মর্মব্যথায় ভুগছ এখন বুঝেছি নিঃসংশয়ে।


নিগৃহীত কয়েক হাজার সবাই এবার সরব হও
উচ্চপদে আসীন তোমরা কেউ এখনও প্রবীণ নও।
তখন যারা করত র‍্যাগিং তাদের মুখোশ দাও খুলে
মেধার কোনও ঘাটতি তো নেই সহজে কী যাও ভুলে।


দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পারে না দায় এড়াতে
পরোক্ষে সাহায্যকারী খুনির তকমা ওই গা'তে।
এই যে এত বাড়বাড়ন্ত ঘটেনি তা একদিনে
আধিপত্য হয় না ধ্বংস প্রবল ঘূর্ণিঝড় বিনে।


বছর বছর ঘটেই চলছে ও-চত্বরে এই কুকাজ
মানুষ বলেই বিবেচ্য নয় কায়েম ওদের গুণ্ডারাজ।
এই ঘটনা যাচ্ছে ঘটে আরও কত ক্যাম্পাসে
মাঝে মধ্যেই কৃতী ছাত্রের মৃত্যুখবর তাই আসে।


© অজিত কুমার কর