*                 বাহক হয়ো না
                  অজিত কুমার কর


   প্রজাপতির পাখনা আছে করোনার তা নাই
বাহন ছাড়া যায় না কোথাও একটা বাহক চাই।
             ওরা ভীষণ আরামপ্রিয়
               করমর্দন ও' সুপ্রিয়
বাহকই ওর প্রথম শিকার প্রাণ করে আইঢাই।


  পালকি দোলা না পেলে ও' ভীষণ অসহায়।
            কী চড়ে ও' আসবে তখন
           হয়ো না কেউ বাহক এখন
   ঘরের বাইরে না যদি যাই সৃষ্টি অন্তরায়
সবাই ঘরের ভিতর থাকি, প্রশাসন তা চায়।