বাইশে শ্রাবণ আজ
অজিত কুমার কর


সকাল থেকেই মেঘলা আকাশ বাইশে শ্রাবণ আজ
সেদিনের সেই ছবি ভেসে ওঠে বিষাদে ভরল প্রাণ
শ্রদ্ধা জানাতে বসেছি আমরা সামনে তোমার ছবি
তোমাকে শোনাব বলেই আমরা খুলেছি গীতবিতান।


শুধু কী মানুষ পাখিরাও বোঝে তাই দিয়ে যায় শিস
দূর থেকে তুমি দেখ একবার কামিনী ফুটেছে কত
ঝুরুঝুরু ঝরে কতনা বকুল ওড়ে কত মৌমাছি
হাসনুহেনাও সৌরভ তার ঢেলে যায় অবিরত।


বেলা যত বাড়ে তত কাছে আসে বিদায়ের সেই ক্ষণ
নিবিষ্ট চোখ তোমার চরণে ঘরজুড়ে স্তব্ধতা,
আমরা সবাই মৌন এখন ছলছলো দুই আঁখি
সুদীর্ঘ এক নিশ্বাস ছেড়ে ফের শুরু করি কথা।


গান শুনিয়েছি এবার কবিতা খুলেছি লেখার খাতা
এ লেখা তোমার নয় প্রিয় কবি, সব সব আমাদের
পড়ছি এখন কান পেতে শোনো শিখেছি তোমার কাছে
কবি নই কেউ শিক্ষানবিশ, চেষ্টা করেছি ঢের।


ধূপ পুড়ে ছাই সুবাস রয়েছে আমাদের চারদিকে
চিরসাথি হয়ে তুমি আছ পাশে জাগরণে সুপ্তিতে
যে গান শোনায় প্রভাতের পাখি তাতেও তোমার সুর
'আলস্য নয় উঠে পড় সব', এ কথা জানিয়ে দিতে।


© অজিত কুমার কর