*                বাজাও বাঁশি


বাজাও বাজাও, বাজাও তোমার মোহন বাঁশি
            পথ চেয়ে তো বসে আছি
            কখন আসবে কাছাকাছি
   ভরবে হৃদয়, দেখতে পাব  মধুর হাসি।


দেখাও দেখাও, দেখাও তোমার দিব্যজ্যোতি
             নিত্য তোমায় স্মরণ করি
              শুনিয়ে দিয়ো সুরলহরি
          দীনবন্ধু কৃপাসিন্ধু জগৎপতি।


   এত করে ডাকছি তোমায় দাও-না সাড়া
               প্রাণসখা এসো তুমি
              এ' ব্রজধাম লীলাভূমি
    এত আপন কে আছে আর তুমি ছাড়া।


     হয়ত তুমি রোজ দেখা দাও ছদ্মবেশে
              না চেনা তো অক্ষমতা
              হয়ত বলি মনের কথা
   সব জান তাই চুপ করে রও মুচকি হেসে।


#অজিত কুমার কর