বাজল আলোর বেণু
অজিত কুমার কর


কৈলাসে বাস মহামায়ার আসবে বাপের বাড়ি
ঝলমলে রোদ্দুর আগমনির সুর
শিশিরভেজা ঘাস মাথা দোলায় কাশ
মা আমাদের আকাশপথে মর্ত্যে দেবে পাড়ি।


উন্মাদনা বিশ্বজুড়ে উন্মাদনা বঙ্গে
শিল্পীরা ওস্তাদ নেইকো অবসাদ
দিচ্ছে তুলির টান কোথাও চক্ষুদান
গণেশ-কেতো-লক্ষ্মী-সরো আসবে মায়ের সঙ্গে।


কতরকম থিমের ছোঁয়া সত্যি অভিনব
যেদিকে চোখ যায় লাবণ্য তাঁর গা'য়
নিপুণ কারুকাজ রংবেরঙের সাজ
আমরা সবাই গুনছি প্রহর কখন হাজির হব।


পিতৃপক্ষ অবসানে আসবে মহামায়া
আর কয়দিন পর আনন্দমুখর
ষষ্ঠীতে বোধন সাদর আবাহন
দেবাদিদেব পূর্ণগ্রাসে ঢাকে জায়ার ছায়া।


সপরিবারে উচ্চাসনে বিরাজমান দেবী
তাক দুম দুম ঢাক কেউ নয় নির্বাক
চলছে স্তোত্রপাঠ সকলে ফিটফাট
হিমশিম খায় সামাল দিতে যারা স্বেচ্ছাসেবী।


© অজিত কুমার কর