*               বালুকাবেলায় রঙ্গোলি
                   অজিত কুমার কর


‌      নোনাজলের পরশ পেতে সাগর-পানে ধাই
       বিপুল জলরাশির বুকে শান্তি খুঁজে পাই
জোয়ারভাটা নিত্য খেলা নিয়ম করে রোজ দুবেলা
   সাঁতার কাটি সাগর বুকে ‌‌‌দু'একটা ঢোক খাই
     বড় ঢেউয়ের শীর্ষদেশে পৌঁছতে তবু চাই।


      ডাকিস কেন বারেবারে ও' কোকিলা সই
      সাগরবেলায় রঙের মেলা কতনা হইচই।
যাচ্ছি রে সই একটু দাঁড়া কখন ডাকিস কানটি খাড়া
     দূরে কি আর রইতে পারি এমন নাগর নই
‌‌‌   খুঁজে খুঁজে হচ্ছি সারা কোথায় রে তুই, কই?


    সুয্যি ডোবে সাগর জলে আকাশ লালে লাল
    প্রিয়তি আজ রুজ মেখেছে পলাশ রাঙা গাল।
   রঙের ছটা বালির 'পরে বিচিত্র রূপ এবার ধরে
      বেগুনি আর সবুজ রঙে হৃদয় টালমাটাল
     নিপুণ ভাবে উঠলো ফুটে রঙের মায়াজাল।


      কে রাঙাল এমন করে আড়ালে কার হাত
   চোখের পলক পড়ে না আর করলে দৃষ্টিপাত।
স্থানুর মতো দাঁড়িয়ে দেখি বদলালো রং আবার একী!
  দাভিঞচিও হার মেনেছে, করল একাই মাত
   হৃদয়জুড়ে মুগ্ধতা আজ জ্যোৎস্না ভরা রাত।