বাংলাজুড়ে কত পরব উৎসাহে নেই কোথাও ভাটা
দুঃখের ঘরে উৎস সুখের গোলাপ-পাশে তীক্ষ্ণ কাঁটা।
চলছে যখন দীপাবলি, বাঁধনাতে বুঁদ পুরুলিয়া
গোরু খুঁটান, কাড়া খুঁটান, ঘরে ঘরে জ্বলছে দিয়া।


মহুল সুবাস ধামসা মাদল নৃত্যগিতি রমণীয়
সুসজ্জিত গোরু মহিষ আজ যে ওরাই বরণীয়।
অশুভকে ধ্বংস করে, শুভদিনের বার্তা আনে
অগ্নিদগ্ধ প্রতীক রাবণ ওদের ছোঁড়া তীক্ষ্ণ বাণে।


গাঁয়ে গঞ্জে চাষির গৃহে গোরু পূজা সাবেক প্রথা
মশা তাড়ায় মশাল জ্বেলে, কামড় খেয়ে গাত্রব্যথা।
গরুর কাঁধে জোয়াল দিয়ে চাষের আগে চষে জমি
পিঠে তখন চাবুক পড়ে, তা বলে কি নয় মরমি?


শ্রদ্ধা জানায় ভক্তিভরে শিঙে খুরে তেল মাখিয়ে
ওদের ব্যথায় সমব্যথী, হাত বুলিয়ে আদর দিয়ে।
বাঁচার জন্য সব মানুষের কঠিন লড়াই জীবনজুড়ে
পুজো পরব নানান মেলা হৃদয় ভরায় মিহিন সুরে।