বঙ্গে ওরা সমাদৃত
অজিত কুমার কর


শীতের তীব্রতা এত বিপন্ন জীবন
তাই পাড়ি দেয় ওরা উষ্ণতা যেখানে
পাবে উষ্ণ আলিঙ্গন, পরিযায়ী প্রাণে
পড়ে স্বস্তির প্রলেপ, তৃপ্ত তনু মন।
হাজার হাজার ক্রোশ আকাশ নির্জন
দলে দলে আসে উড়ে সুখের সন্ধানে
মানবিক বাঙালির মমতার টানে
সরোবরে করে কেলি সূর্য যতক্ষণ।


প্রেমিক একেলা নয় প্রেমিকাও পাশে
করে প্রেম বিনিময় নিসর্গীয় ছবি
ওদের কোরাস শুনে হই পুলকিত।
নরনারী যারা আসে পক্ষী ভালোবাসে
আবার শূন্যতা নামে অস্ত গেলে রবি
বিদেশি অতিথি ওরা বঙ্গে সমাদৃত।


© অজিত কুমার কর