বাংলা আমার
অজিত কুমার কর


বাংলা আমার রক্তধারায় জোগায় মনে সাহস বল
বিষ্ণুপুরের কামান যেমন, পরাক্রমী দলমাদল।
বাংলা আমার প্রাণের মিতা এগিয়ে যাবার পথ দেখায়  
বলে আমায় ভয় কেন পাও ব্যাঙাচিও জোর লাফায়।


বাংলা আমার প্রভাতপাখি ডাকবে আমায় হলেই ভোর
প্রথম শিসেই উঠে পড়ি উধাও তখন ঘুমের ঘোর।
বাংলা আমার মাতৃভাষা বাংলা আমায় দেয় অভয়
তিন বছরেই হাতে খড়ি শুরু বর্ণ পরিচয়।


বাংলা আমার মাতৃভূমি সোঁদামাটির গন্ধ পাই
ভয়ে যখন আঁতকে উঠি মা'র আঁচলেই মুখ লুকাই।
বাংলা আমার পূর্ণশশী কালিমা নাই একটুও
ওর জোছনায় অবগাহন সাঁতরাতে বেশ পটুও।


বাংলা আমার বাংলা তোমার  নয় কেন সব বাঙালির?
ধ্যান ভেঙেছে অনেক পরে মস্তবড় এক কবির।
সব মাধুর্য লুকিয়ে আছে বর্ণমালার ভিতরে
দেখার মতো চোখ থাকা চাই পড়েনি তাই নজরে।


© অজিত কুমার কর