বাংলা ভাষা শিরায় শিরায়
অজিত কুমার কর


যে ভাষা রয়েছে রক্তধারায়
কেড়ে নিতে চাও তুমি,
আমরা বাঙালি ভাষাও বাংলা
এটা আমাদের ভূমি।


শুধুই উর্দু রাষ্ট্রের ভাষা!
কেন, কেন এটা হবে?
বাংলা বলছি আজন্মকাল
ভুলব বাংলা তবে!


উর্দুর পাশে বাংলাও থাক
বলুক যে যার মতো,
জবরদস্তি চাপানো যাবে না
দেখাও ক্ষমতা যতো।


না মানার ফল হাতেনাতে পেলে
খসে গেল এক ডানা,
রক্ত নিয়েছ কত শহিদের
গুলিবর্ষণ টানা।


নতুন দেশের নতুন পতাকা
সাথে বাঙালির ভাষা,
সংগ্রাম করে আদায় করেছে
পূরণ হয়েছে আশা।


""""""""


শাসকের অবিমৃষ্যকারিতা
অজিত কুমার কর


একটিমাত্র ভুলের জন্য
পড়ল ডানা খসে,
অতি দর্প কাঙ্ক্ষিত নয়
সিংহাসনে বসে।


বাঙালিদের মুখের ভাষা
কাড়তে চাইলে তুমি,
অহংকারের এই খেসারত
হারালে ওই ভূমি।


পৃথিবীতে বাংলা ভাষা
সবচে' মিষ্টি ভাষা,
এ স্বীকৃতি ইউনেস্কোর
সত্যি সত্যিই খাসা।


প্রাণ কেড়েছ গুলি ছুঁড়ে
শান্তিপ্রিয় ওরা,
হাতে ছিল দাবিসনদ
ছিল না রড,ছোরা।


প্রজাবৎসল হলে শাসক
সুখ্যাতি ঠিক পাবে,
তা না হলে কালের স্রোতে
রসাতলেই যাবে।


© অজিত কুমার কর