বাংলা মায়ের বীর সন্তান
অজিত কুমার কর


গ্রামেই আছি পরম সুখে
বাংলা মায়ের এই মুলুকে
নেচে বেড়াই সবুজ বুকে
বাড়ির সামনে নদী কাঁসাই,
বর্ষাকালে বেগবতী
ভাঙন হলে বেজায় ক্ষতি
দীন দরিদ্রের কী দুর্গতি!
তা বর্ণনার সামর্থ নাই।


পড়ি, লিখি, বাংলা বলি
নেইকো গাঁয়ে দলাদলি
নতশিরে শ্রদ্ধাঞ্জলি
শহিদডাঙায় আজকে দিলাম,
হিমেল বাতাস মনটা ভারী
জীবন দিতে আমরা পারি
শাসকশ্রেণি অহংকারী
জীবন দিয়ে বজায় সুনাম।


হার মেনেছে পরিশেষে
হম্বিতম্বি গেল ভেসে
অদৃষ্ট ও উঠলো হেসে
দর্প চূর্ণ হলো ওদের,
মা আমাদের শৌর্যময়ী,
সন্তানেরা স্বপ্রত্যয়ী
সর্বক্ষেত্রে বিশ্বজয়ী
এই সাফল্যে গর্ব মায়ের।


© অজিত কুমার কর