বর্ণ পরিচয়
অজিত কুমার কর


চরম বিপর্যয়
শৈশবে তাই হয়নি আমার বর্ণ পরিচয়।
কেবল মা-কে ডাকি
সারাটাদিন ঘুরি, রাতে ইস্টিশনেই থাকি।
ভিক্ষে করে যেটুকু পাই সেইটুকুনই খাই
সন্ধ্যে হলে ছায়াপথে মাকেই খুঁজে যাই।
ইচ্ছে করে পড়ি
নাইবা হলো আমার হাতেখড়ি
পথে সেদিন কুড়িয়ে পেলাম একটা চটি বই
বুড়িমাকে দেখাই  রাতে, আমি মৌন রই।
অ আ ক খ শিখে গেলাম মাত্র কয়েকদিনে
জড়িয়ে গেলাম ঋণে।
বুড়িমা শিক্ষক
দিল সিলেট চক
এখন আমি পড়তে পারি, দশদিনে বই শেষ
খিদের জ্বালা ভুলে গেলাম কাটল সময় বেশ।


©  অজিত কুমার কর