.              বার্তাবহ রুবাই


শেখার যদি ইচ্ছা থাকে শেখ এদের দেখে
কর্ম করে জীবন কাটে শৈত্য-রৌদ্র মেখে।
সমাজজীবন সুখের হবে দুঃখ যাবে ঘুচে
বার্তাবহ এই আচরণ মানুষ যদি শেখে। ১


   পাতার তৈরি মাস্ক পরেছে নিজে এবং মেয়ে
    আছে এরা পরম সুখে যখন যা পায় খেয়ে।
       এরা সবাই পালন করে বিধিবদ্ধ নীতি
ভালো মানুষ মিলবে নাকো কোথাও এদের চেয়ে।২


© অজিত কুমার কর