*                                        
    মেঘ জমে নেই আকাশে কোথাও প্রভাতবেলা
      কামিনীর ডালে মৌমাছিদের চলছে খেলা।
              বাতাসে ছড়ায় ফুলের সুবাস
                 বছরের শুরু বৈশাখ মাস
    বউ-কথা-কও বাতাবির ডালে আজ একেলা
        বসন্ত শেষ, যায়নি হারিয়ে মিলনমেলা।


      মাধবী আমায় বিমুখ করেনি রয়েছে সাথে
      ওর কাছটিতে সময় কাটাই প্রতিটি রাতে।
              জ্বালি না তখন একটিও আলো
              আঁধারের রূপ লাগে বেশ ভালো
     মাধবী-সুবাসে একী আকুলতা নয়ন পাতে
    শিহরন জাগে দখিনা বাতাসে তখন গা-তে।


   পাশেই রয়েছে কোকিলের বাসা আম্রশাখে
  জুটি বেঁধে ওরা রোজ রাত্রিতে ওখানে থাকে।
           কাকডাকা ভোরে ওরা ছাড়ে নীড়
               তখন আমার নিদ্রা গভীর
    'পাঁচটা বাজল উঠুন এবার', দোয়েল ডাকে
  'কলরব করে মাতাবে আঙিনা এবার কাকে।'


   হলুদ পাখিটা লাজুক বড়ই কোথা যে যায়
ফিরেও আসে না চার-পাঁচ দিন বড় ভাবায়।
          বাগানে অনেক ফুলগাছ আছে
         কত জামরুল ঝুলে আছে গাছে
   কীটপতঙ্গ কত গাছপালা আর কী চায়!
   মনে হয় ওরা অন্য কোথাও প্রচুর পায়।